বোসপুকুর শীতলা মন্দিরের এবারের থিম 'উল্কি সাজে ঘোড়ায় চড়ে মা আসছেন গন্ডদের ঘরে'। উল্কির প্রচলন রয়েছে বহু প্রাচীনকাল থেকেই। বর্তমানে তা ট্যাটু নামে তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয়। বোসপুকুর শীতলা মন্দিরে এই বছর পুজোয় নতুন প্রজন্মের শিল্পীরা পুরনো এই আর্ট ফর্মটি নতুনভাবে উপস্থাপনা করেছেন সকলের সামনে। NDTV বাংলার প্রতিনিধি সূর্যেন্দ্র বাগচীর সঙ্গে তা ঘুরে দেখে নিন ।
© Copyright NDTV Convergence Limited 2025. All rights reserved.