• Home/
  • ভিডিও/
  • আজ থেকে শুরু হয়ে গেছে দূর্গা পূজা, কলকাতা সেজে উঠেছে নতুন সাজে।

আজ থেকে শুরু হয়ে গেছে দূর্গা পূজা, কলকাতা সেজে উঠেছে নতুন সাজে।

আজ মহাষষ্টি, শুরু হয়ে গেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। কলকাতা সেজে উঠেছে নতুন সাজে। চারদিকে দেখা যাচ্ছে বিভিন্ন প্যান্ডেল। ঐতিহাসিক ইমারতের আদলে তৈরী হয়েছে বহু ইমারত। চিতৌর গড়ের কেল্লা থেকে লন্ডনের বিগ বেন কি নেই মহানগরীর রাস্তায়। আপামর বাঙালি সেজে উঠেছে উৎসবের সাজে।