কলকাতার অন্যতম সেরা পুজো যোধপুর পার্ক সর্বজনীনের পুজো। এই বছর তাদের থিমে রয়েছে গ্রাম বাংলার সাবেকিয়ানার ছোঁয়া। যোধপুর পার্কে এই বছর মা এসেছেন গ্রামের মাটির বাড়িতে। NDTV বাংলার প্রতিনিধি সূর্যেন্দ্র বাগচীর সঙ্গে ঘুরে দেখে নিন।