পুজো আসতে এখনও দুদিন বাকি। কিন্তু হুজুকে বাঙালি নেমে পড়েছে রাস্তায়। স্কুল-কলেজের ছুটি পড়ুক বা না পড়ুক, পড়ুয়ারা তাদের আনন্দ থেকে আর নিজেদের বঞ্চিত রাখতে পারেনি। তেমনি একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি সাউথ কলকতার একডালিয়ায়। তাদের উত্তেজনার কোনো ঘাটতি নেই। তারা একদিনেই সাউথ কলকতার সমস্ত বড়ো বড়ো ঠাকুর গুলি দেখার পরিকল্পনা করে ফেলেছে।
© Copyright NDTV Convergence Limited 2025. All rights reserved.