সময় কোনও দিন কারও জন্যই থেমে থাকে না। সময় বয়ে যায় আর সময়ের স্রোতেই ভেসে যেতে হয় মানুষকে। সে কথা মাথায় রেখেই নাকতলা উদয়ন সংঘের এবারের পুজোর থিম 'কাল' বা সময়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করার পর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছিল পুজো মণ্ডপের দ্বার। কিন্তু তিতলির আকস্মাৎ আগমনে ক্ষতিগ্রস্ত হয় পুজো প্রাঙ্গণ। তাই সাময়িকভাবে পুজো প্রাঙ্গণে দর্শনার্থীদের আনাগোনা বন্ধ করে শুরু হয় মেরামতের কাজ। ঘুরে দেখে এলেন NDTV বাংলার প্রতিনিধি পরিজা কর্মকার।
© Copyright NDTV Convergence Limited 2025. All rights reserved.