কলকাতার বুকে যে সমস্ত বনেদী বাড়ির পুজোগুলো এখনও টিকে আছে তাদের মধ্যে সাবর্ণ রায় চৌধুরীর বাড়ির পুজো অন্যতম। তাঁর পরিবারে প্রায় 409 বছর আগে মাতৃ আরাধনা শুরু হয়, যার ধারা এখনও বহন করে নিয়ে চলেছে পরিবারের সদস্যরা। মহানবমীর রাতে সাবর্ণ রায় চৌধুরীর বাড়ির সাবেকিয়ানার পুজো ঘুরে দেখে এলেন NDTV বাংলার প্রতিনিধি সূর্যেন্দ্র বাগচী।
© Copyright NDTV Convergence Limited 2025. All rights reserved.