• Home/
  • ঠাকুর দেখতে লাইন দিতে হবে না বিদেশি পর্যটকদের

ঠাকুর দেখতে লাইন দিতে হবে না বিদেশি পর্যটকদের

কলকাতার খ্যাতনামা পুজো কমিটি গুলির সঙ্গে কথা বলেছে রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তর।

Highlights

  1. বহু কাল আগেই দুর্গা পুজো দেশ কাল সীমানার বিভাজনকে মুছে দিয়েছে
  2. টেমস নদীর কলকাতার ধারে পুজো নিয়ে বিশেষ অনুষ্ঠান হয়েছে
  3. তৃণমূল কংগ্রেসের ওয়েবসাইটে এই উদ্যোগের কথা বলা হয়েছে
কলকাতা: 

বহু কাল আগেই দুর্গা পুজো দেশ কাল সীমানার বিভাজনকে মুছে  দিয়েছে। বিদেশে দুর্গা পুজো হয়। বিদেশ থেকেও বহু মানুষ কলকাতায় আসেন। বছর  বছর সেই সংখ্যা বাড়ছে। রাজ্য সরকারও  বিশ্ব পর্যটন মানচিত্রে কলকাতা এবং বাংলাকে বিশেষ জায়গা  করে দিতে  এই দুর্গা পুজোকেই হাতিয়ার  করেছে। মাত্র  কয়েকদিন আগে লন্ডনে টেমস নদীর কলকাতার ধারে পুজো  নিয়ে হয়ে গিয়েছে এক বিশেষ অনুষ্ঠান। টানা  দশদিন ধরে  কলকাতা পুজোর সময়ের তোলা নানা ছবি তুলে ধরা হয়েছিল। এবার রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তর পুজোর সময় এ রাজ্যে আসা পর্যটকদের জন্য বিশেষ উদ্যোগ নিল। তৃণমূল কংগ্রেসের  ওয়েবসাইটে এই উদ্যোগের কথা বলা হয়েছে।

জানা গিয়েছে কলকাতার খ্যাতনামা  পুজো  কমিটি গুলির সঙ্গে কথা বলেছে রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তর। বিদেশি পর্যটকরা  যাতে দেবী দর্শনের সুবিধা পান  সেটা নিশ্চিত করতে বলা হয়েছে। তাঁদের যাতে ভীড়ের মধ্যে অপেক্ষা করতে  না  হয় সেটাই নিশ্চিত করতে  চাইছে  রাজ্য। আর এ উদ্দেশে  গ্রিন চ্যানেল তৈরির পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে শুধু ঠাকুর দেখা  বা প্যান্ডেল ঘুরে দেখা নয় পুজোর রীতি রেওয়াজের সঙ্গেও বিদেশিদের পরিচয় করাতে  চায়  তথ্য সংস্কৃতি দপ্তর। আর তাই পুজোর ভোগ থেকে শুরু করে প্রসাদের স্বাদও বিদেশিদের কাছে পৌঁছে দিতে চায় নবান্ন।                                              

 

 


 

Share this story on