দুর্গা পুজোর গান নিয়ে তৈরি আলব্যাম রৌদ্রচ্ছায়া-র জন্য সাতটি গান লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই গান গুলি গেয়েছেন ইন্দ্রনীল সেন, রূপঙ্কর বাগচী, লোপামুদ্রা মিত্রর মতো বিশিষ্ট শিল্পীরা। নিজেই টুইট করে বৃহস্পতিবার এই খবর জানালেন মুখ্যমন্ত্রী। এর আগে সুরুচির সঙ্ঘের থিম সং লিখছেন মুখ্যমন্ত্রী। গতবারে মতো এবারও এই দায়িত্ব পালন করলেন মমতা। গতবার তাঁর লেখা গান গেয়েছিলেন শ্রেয়া ঘোষাল। এবার সেই কাজটি করেছেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। মমতা জানান, মন্ত্রী অরূপ বিশ্বাস তাঁকে থিম সং লেখার অনুরোধ করেন। সেই অনুরোধ গ্রহণ করেই কলম ধরেন মমতা। তিনি বলেন, এবারের গানটিতে আগমনীর বার্তা থাকছে। গত বছরের গানে ছিল ভারতের বহুবিধ বৈচিত্রের মধ্যে লুকিয়ে থাকা ঐক্যের কথা। দর্শক মহলেও প্রশংসিতও হয়েছিল সেটি।
এমনিতে পুজো এলে ব্যস্ততা বেড়ে যায় মুখ্যমন্ত্রীর। শহরের এপ্রান্ত থেকে সে প্রান্ত ছুটে বেড়ান পুজো উদ্বোধন করতে। সেই পালা এবারও শুরু হয়ে গিয়েছে। শহরের উত্তর থেকে দক্ষিণ, একের পর এক পুজোর উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী। আর গত বছর থেকে শুরু হয়েছে থিম সং লেখার কাজ। অন্য সময়ে পুজো উদ্যোক্তাদের থিম বাছার ব্যাপারে সাহায্যও করেন মমতা।
© Copyright NDTV Convergence Limited 2025. All rights reserved.