ক্লাব গুলিকে পুজো করার জন্য দশ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর জন্য খরচ হবে আঠাশ কোটি টাকা। এই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা। কিন্তু আজ আদালত জানাল এতে তার হস্তক্ষেপ করবে না। । টাকা দেওয়ার ব্যাপারে আগে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। কিন্তু এখন টাকা দেওয়ার ক্ষেত্রে আর কোনও বাধা রইল না। আদালত জানাল এখনকার মতো বিষয়টি বিবেচনা করা যেতে পারে। অন্যদিকে মামলাকারীর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য জানান এউ রায়কে চ্যালেঞ্জ করে তাঁরা সুপ্রিম কোর্টে মামলা করবেন।
Durga Pujo 2018: দুর্গা পুজোয় তানিষ্কের উপহার 'অপরূপা' কালেকশন!
পুজোয় অপরূপা হতে মেনে চলুন ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পলের এই টিপসগুলি
যন্ত্র ভুলে ছন্দে মাতুন, বার্তা দিচ্ছে পুজোমণ্ডপ
পুজোর গান নিয়ে ইউটিউবে হাজির এক ঝাঁক নবীন প্রতিভা
এর আগে মঙ্গলবার পুজো কমিটি গুলিকে অনুদান দেওয়া সংক্রান্ত মামলার শুনানি আদালতের অধিকার নিয়ে প্রশ্ন তোলেন রাজ্য সরকারের আইনজীবী। প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত ডিভিশন বেঞ্চে রাজ্য সরকাররে আইনজীবী শান্তিনাথ মুখোপাধ্যায় বলেন, সরকারের প্রশাসনিক সিদ্ধান্তে আদালতে হস্তক্ষেপ করতে পারে না। জবাবে ডিভিশন বেঞ্চ জানায় তারা হস্তক্ষেপ করছেও না। শুধু জানতে চাইছে এভাবে টাকা দেওয়ার জন্য কোনও নীতি আছে কিনা। থাকলে তা আদালতকে জানানো হোক। এরপর রাজ্য সরকারের আইনজীবী জানতে চান আদালতের ভূমিকা ঠিক কী? আদালত জানায়, কোনও রোগীর শ্বাসকষ্ট হলে তাঁকে কেন অক্সিজেন দেওয়া হচ্ছে না সেটা জানতে চাওয়াই আদালতের কাজ। শেষমেশ রাজ্য সরকারের যুক্তিকেই কার্যত গ্রহণ করল কলকাতা হাইকোর্ট।
মায়ের পায়ে অঞ্জলি দিয়ে পথশিশুদের ‘ইচ্ছেপূরণ’
© Copyright NDTV Convergence Limited 2025. All rights reserved.