• Home/
  • কাল পর্যন্ত চলবে বৃষ্টি, পুজোর সময় আবহাওয়া কেমন থাকবে জেনে নিন

কাল পর্যন্ত চলবে বৃষ্টি, পুজোর সময় আবহাওয়া কেমন থাকবে জেনে নিন

 রাজ্যের সমস্ত সামুদ্রিক এলাকাতেও সতর্কতা অবলম্বন করতে  বলা হয়েছে।  

Highlights

  1. শহর কলকাতা থেকে শুরু করে রাজ্যের সর্বত্র পুজো এসেই গিয়েছে
  2. আবহাওয়া দপ্তর জানিয়েছে কাল পর্যন্ত চলবে বৃষ্টি
  3. তিতলি এ রাজ্যে হানা দেয়নি বটে কিন্তু তার প্রভাবেই হচ্ছে বৃষ্টি
কলকাতা: 

দেবীর বোধন হতে এখনও দিন দুয়েক বাকি আছে। কিন্তু আর  অপেক্ষা করতে নারাজ বাঙালি। শহর কলকাতা থেকে  শুরু করে রাজ্যের সর্বত্র পুজো এসেই গিয়েছে।  এরই মধ্যে  জমেছে দুশ্চিন্তার মেঘ। আবহাওয়া দপ্তর জানিয়েছে কাল পর্যন্ত চলবে  বৃষ্টি।

তারপর মেঘ কাটতে  শুরু করবে। এখনও পর্যন্ত পরিস্থিতি যা তাতে পুজোর কটা দিন আবহাওয়া মোটের উপর ভালো থাকতে চলেছে। কিন্তু  ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখা  সেরা  ফেলার  পরিকল্পনা করা  বাঙালিকে কিছুটা  বিপাকে  পড়তে হয়েছে।

বঙ্গোপসাগরের  ঘূর্ণিঝড় তিতলি  এ রাজ্যে হানা দেয়নি বটে  কিন্তু তার প্রভাবে হচ্ছে বৃষ্টি। ওড়িশার গোপালপুরে আছড়ে পড়ার পর সেটি নিম্নচাপের আকারে এ রাজ্যের দিকে আসতে  শুরু করেছে  তার জেরেই হচ্ছে বৃষ্টি।              

আলিপুর আবহাওয়া দপ্তরের এক আধিকারিক জানান,  দক্ষিণবঙ্গের মধ্যে দুই চব্বিশ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও হুগলিতে বেশি বৃষ্টি হতে পারে। মৎস্যজীবীদের আপাতত সমুদ্রে যেতে  বারণ করা  হয়েছে। দীঘা থেকে শুরু করে  পর্যটকদের কাছে জনপ্রিয়  রাজ্যের সমস্ত সামুদ্রিক এলাকাতেও সতর্কতা অবলম্বন করতে  বলা হয়েছে।                       



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)

Share this story on