ষষ্ঠীর সন্ধেতে আগের সব রেকর্ড ভেঙে দিল কলকাতা মেট্রো। ভিড়ের চাপেই রেকর্ড ভেঙে গেল আর কী! মেট্রো রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, ন'লক্ষেরও বেশি মানুষ গতকাল মেট্রো চড়েছেন। মোট সংখ্যাটা 9 লক্ষ 11 হাজার। "এই ভিড়টা সংখ্যার নিরিখে কলকাতার মেট্রো রেলের গত চৌত্রিশ বছরের ইতিহাসে সর্বোচ্চ", সংবাদসংস্থা পিটিআইকে এই কথা জানান মেট্রোরেলের মুখপাত্র ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, এর আগের রেকর্ড ছিল একদিনে 8 লক্ষ 78 হাজার যাত্রীর। ঘটেছিল গত মাসের পঁচিশ তারিখ।
ইন্দ্রানী বন্দ্যোপাধ্যায় আরও বলেন, বেশিরভাগ মানুষই নামকরা পুজোগুলি দেখার জন্য যানজট এড়িয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় সহজে পৌঁছে যাওয়ার উদ্দেশ্যে মেট্রো রেলে চড়াই সমর্থন করেন।
"আমাদের কাছে একটা টুরিস্ট গাইডও রয়েছে যাত্রীদের সুবিধার জন্য। কোন স্টেশনে নামলে কোন বড় পুজো দেখতে পারবেন তাঁরা, তা স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া আছে ওই গাইডটিতে। কাট-আউটের মতো ওই মেট্রো গাইড যাত্রীরা পকেটে নিয়েও ঘুরতে পারবেন", বলেন ইন্দ্রাণী দেবী।
যদি, এই বছর শতবর্ষ হওয়া ঐতিহ্যবাহী বাগবাজার সর্বজনীনের প্যান্ডেল দেখতে চান, তাহলে নামতে হবে শোভাবাজারে। আবার মহম্মদ আলি পার্ক দেখতে চাইলে নামতে হবে মহাত্মা গান্ধী রোডে। জানান তিনি।
© Copyright NDTV Convergence Limited 2025. All rights reserved.