• Home/
  • পুজোর কোন দিনে কী সাজ, রইল মেক আপ আর্টিস্টের টিপস

পুজোর কোন দিনে কী সাজ, রইল মেক আপ আর্টিস্টের টিপস

মেক আপ আর্টিস্ট কেয়া মুখার্জি

পুজো মানেই আনন্দ, পুজো মানেই মনে প্রেম, পুজো মানেই খাওয়াদাওয়া আর সাজগোজ ৷ পুজোয় সাজগোজ ঠিক কেমন হলে পাঁচ জনের চোখে আপনি হয়ে উঠবেন অনন্য ৷ তা নিয়েই টিপস দিলেন বিশিষ্ট মডেল মেক আপ আর্টিস্ট কেয়া মুখার্জি ৷

 

তাঁর মতে, ৩৫ বছরের ঊর্ধ্বে যাঁদের বয়স সেইসব মহিলারা সবাই সন্ধের দিকে রঙিন শাড়ি পরতে পারেন ৷ এখন গাউনেরও খুব চল হয়েছে ৷ ৫০ এর উপরে যাঁদের বয়স তাঁরা অবশ্যই শাড়ি পরবেন ৷ কিন্তু, ফিগার অনুযায়ী গাউন ও প্যারালালও চলতে পারে৷

৩৫-এর নীচে যাঁদের বয়স তাঁরা শর্ট স্কার্ট, লং স্কার্ট, শর্ট প্যান্ট, টর্ন জিন্স, বিভিন্ন ধরনের জিনস ৷ নটেড টপস সবই চলতে পারে ৷ শাড়ি ছাড়া লেহেঙ্গাও খুব চলছে ৷ 

 


অষ্টমীর অঞ্জলী ২৫-এর উপরে যাঁদের বয়স তাঁরা অবশ্যই লাল অথবা লাল-সাদা শাড়ি ৷ বিবাহিতরা সঙ্গে সোনার গয়না ৷ অবিবাহিতরা ফেক গয়না, টেরাকোটা, থ্রেড, সিলভার, ম্যাট মেটাল, স্টোনের গয়না ইত্যাদি পরতে পারেন ৷

তবে শাড়ি বা  যে ধরনের ড্রেসই পরুন না কেন ৷ মেক আপ কিন্তু চড়া নয় ৷ বরং এখন হালকা মেক আপের চল ৷ সঙ্গে লাল লিপস্টিক ৷ রেড লিপস এখন ফ্যাশন ইন বলে জানিয়েছেন কেয়া মুখার্জি ৷


শাড়ি আর গয়নার পাশাপাশি চুলও রাখতে হবে পরিপাটি ৷ মেক আপ আর্টিস্ট কেয়া মুখার্জির কথায়, আজকাল চুল নিয়ে ছেলেরা এবং মেয়েরা সবাই খুব সচেতন ৷

মেয়েদের মধ্যে বিভিন্ন ধরনের শর্ট, লং, লেয়ার, শর্ট কাটসের মধ্যে বিভিন্ন ধরনের ইনভার্টেট ব্লান্ট, ইনভার্টেড ওয়েজ ব্লান্ট সবই চলছে ৷ হেয়ার স্টাইলে লং হেয়ার স্ট্রেটনিং, স্মুথনিং, অথবা সফট কার্লস, ও বিভিন্ন ধরনের কালার ও কিছু ফাঙ্কি কালার এখন ভীষণই ফ্যাশন ৷

একইভাবে ছেলেদের মধ্যে ইউরোপিয়ান ফুটবলার কাট চলছে৷ সেইসঙ্গে হেয়ার কালার এবং কালো ও রঙিন ট্যাটুও ফ্যাশন ইন বলে জানিয়েছেন কেয়া মুখার্জি৷
  

Share this story on