পুজোয় শহরের এপ্রান্ত থেকে সে প্রান্তে যেতে অনেকেরই ভরসা মেট্রো। পুজোর জন্য তৈরি থাকার কথা বলেছেন মেট্রো কর্তারাও। কিন্তু তাল কাটল প্রথম দিনেই। মহাষষ্ঠীর দুপুরেই পাতাল পথে দেখা দিল বিভ্রাট। প্রায় পনেরো মিনিট ব্যহত হল পরিষেবা। দমদমের দিকে যাওয়া একটি মেট্রো আচমকাই সেন্ট্রাল স্টেশনে আটকে যায়। সূত্রের খবর বিদ্যুতের লাইনে বিভ্রাট হওয়াতেই দেখা দেয় সমস্যা। বেলা সোয়া দুটো থেকে আড়াইটে পর্যন্ত চলে বিভ্রাট। সকাল থেকেই ‘প্যান্ডেল অভিযানে’ নামা শহরবাসীর বেশ কিছুটা সমস্যা হয়। বাড়তে থাকে ভীড়ের চাপ। বেশ কিছুটা সময় পরে স্বাভাবিক হয় পরিষেবা।
এদিকে, ভিড়ের সময় এস্ক্যালেটর যাতে বিকল না হয় তার জন্য সাহায্য নেওয়া হচ্ছে বিশেষজ্ঞদের। কোনও এস্ক্যালেটর খারাপ হয়েছে খবর পেলেই কাজ শুরু করে দেবেন তাঁরা। এর ফলে সময় বাঁচবে। বহু ক্ষেত্রে দেখা যায় যাত্রীদের অসতর্ক চলাচলের জেরে সিঁড়ি আটকে গিয়েছে। কিন্তু আশপাশে বিশেষজ্ঞরা থাকলে সেই আশঙ্কা কমে আসবে। তাছাড়া পুজোর সময় শহরের বাইরে থেকে প্রচুর মানুষ কলকাতায় আসেন। আভ্যাস না থাকায় এস্ক্যালেটরে উঠতে বেগ পেতে হয় তাঁদের। সেটাও দেখবেন এই কর্মীরা। পাশাপাশি নিরাপত্তাও জোরদার করা হয়েছে। বেড়ছে মহিলা নিরাপত্তা রক্ষীর সংখ্যাও । কিন্তু প্রথম দিনেই বিভ্রান্তি দেখা দেওয়ায় আগামী দিন গুলিতে কী হবে তা নিয়ে চিন্তিত যাত্রীরা।
© Copyright NDTV Convergence Limited 2025. All rights reserved.