রেড রোডে শুরু হয়েছে দুর্গা পুজোর শোভাযাত্রা। নেতা-মন্ত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের ভিড় উপচে পড়েছে। উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিখ্যাত ব্যক্তিবর্গ। শুরু হয়ে গিয়েছে বহু প্রতীক্ষিত দুর্গা পুজোর শোভাযাত্রা। এই বছর কার্নিভ্যালে অংশগ্রহণ করেছে পঁচাত্তরটি পুজো কমিটি। মহম্মদ আলি পার্ক, হিন্দুস্তান পার্ক, যোধপুর পার্ক সর্বজনীন, কুমোরটুলি সর্বজনীন, একডালিয়া এভারগ্রিন প্রভৃতি পুজো কমিটি এবার কার্নিভ্যালে অংশগ্রহণ করেছে। বিকাল 4.30 মিনিটে শোভাযাত্রা শুরু হওয়ার পর একে একে এগিয়ে চলেছে বিভিন্ন পুজো কমিটির প্রতিমা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ফেসবুক পেজ থেকে লাইভ হয়ে সকলের সামনে তুলে ধরেছেন সেই বর্ণাঢ্য শোভাযাত্রার ছবি। দেখে নিন এখানেঃ
রেড রোড থেকে সরাসরি শোভাযাত্রার ছবি এ মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। দেখা যাচ্ছে শোভাযাত্রার পাশাপাশি নৃত্যানুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। বিভিন্ন পুজো কমিটি শৃঙ্খলাবদ্ধভাবে এগিয়ে নিয়ে চলেছে তাদের শোভাযাত্রা।
আরও খবর জানতে চোখ রাখুন NDTV বাংলায়।
© Copyright NDTV Convergence Limited 2025. All rights reserved.