বাঙালি যেখানেই থাকুক না কেন উৎসব তাঁর ছায়ার মতো সাথে থাকে। উৎসব আসলে ঘরে ফেরার ডাকও। দুর্গাপুজো অনেকের কাছে তাই ঘরে ফেরার উৎসবও। কিন্তু যারা সেই ঘরে ফেরার গান গাইতে পারেন না তাঁদের কী হবে? সেই কারণেই প্রবাসেও বাঙালি নিজের মতো করে উৎসব আয়োজন করে। নানা অসুবিধা, নানা অপ্রতুলতার মধ্যে দিয়েও দুর্গাপুজোর আনন্দ ভাগ করে নেন প্রবাসের মানুষ। আঞ্চলিকতার বেড়া ডিঙিয়ে আন্তর্জাতিকতায় উত্তীর্ণ হয় এই উৎসব। এবারেও দুর্গাপুজোর বাদ্যি বেজে গিয়েছে প্রবাসে। সুদূর মস্কোতেও আয়োজন হয়েছে পুজোর।
Durga Pujo 2018: দুর্গা পুজোয় তানিষ্কের উপহার 'অপরূপা' কালেকশন!
পুজোয় অপরূপা হতে মেনে চলুন ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পলের এই টিপসগুলি
যন্ত্র ভুলে ছন্দে মাতুন, বার্তা দিচ্ছে পুজোমণ্ডপ
পুজোর গান নিয়ে ইউটিউবে হাজির এক ঝাঁক নবীন প্রতিভা
মস্কোর অন্যতম বিখ্যাত দুর্গাপুজোর কথা একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরেছে ইউটিউব চ্যানেল ‘রুশিওয়ালা’। এই বছর মস্কোর পুজো 29 বছরে পা দিচ্ছে। এই দুর্গাপুজোর অনুষ্ঠান বিষয়ের প্রচারের জন্যই ভিডিও বানিয়েছেন তাঁরা।
দেখে নিন ভিডিওটি-
© Copyright NDTV Convergence Limited 2025. All rights reserved.