প্যান্ডেল খোলার সময় অগ্নিকাণ্ড। পুড়ে গেল মণ্ডপ। দক্ষিণ কলকাতার সন্তোষপুর ত্রিকোণ পার্কে শুক্রবার এই ঘটনাটি ঘটেছে। দমকল জানিয়েছে প্যন্ডেল খুলতে মেশিনের ব্যবহার করছিলেন শ্রমিকরা। তা থেকেই কোনও ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান দমকলের।
আগুন ব্যাপক আকার ধারন করলেও তাতে কেউ আহত হয়নি। দমকলের দুটি ইঞ্জিন কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। শহরের বিশেষ করে দক্ষিণ কলকাতার জনপ্রিয় পুজো গুলির মধ্যে ত্রিকোণ পার্কের পুজো চেনা নাম। আর তাই পুজোর সময় এমন কোনও ঘটনা ঘটলে তার ফল হত মারাত্মক। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।
বারোয়ারি পুজোর ক্ষেত্রে অগ্নিসুরক্ষা একটা বড় ব্যাপার। অগ্নিকাণ্ড এড়িয়ে যেতে কয়েকটি সুরক্ষা বিধি পালনের নিরদেশগ দেওয়া হয়। সেগুলি মানা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
© Copyright NDTV Convergence Limited 2025. All rights reserved.