• Home/
  • ঠাকুর দেখতে চতুর্থী থেকেই চালু হল হপহপ সার্ভিস

ঠাকুর দেখতে চতুর্থী থেকেই চালু হল হপহপ সার্ভিস

পুজোর জন্য  তৈরি হচ্ছে কলকাতা মেট্রো।

Highlights

  1. পুজোয় রাজ্য সরকার চালু করেছে হপহপ সার্ভিস
  2. তৃণমূল কংগ্রেসের ওয়েবসাইটে একথা জানানো হয়েছে
  3. চতুর্থীর দিন থেকেই শুরু হয়েছে পরিষেবা
কলকাতা: 

ঠাকুর দেখতে যাবেন? কিন্তু বামে ট্রামে বা লঞ্চে বারবার টিকিট কাটতে হবে বলে ভয় পাচ্ছেন। ভাবছেন টিকিট কাটতে কাটতেই বোধহয় দিন কাবার হয়ে যাবে। ভাববেন না,আপনাদের কথা ভেবেই রাজ্য সরকার চালু করেছে হপহপ সার্ভিস। তৃণমূল কংগ্রেসের ওয়েবসাইটে একথা জানানো হয়েছে।

চতুর্থীর দিন থেকেই শুরু হয়েছে পরিষেবা। এর মাধ্যমে একটাই এসি, নন-এসি বাস, ট্রাম এবং  লঞ্চে যাতায়াত করা যাবে। আর এই উদ্দেশে চালু হয়েছে অল ডে টিকিট । দাম 100 টাকা। রাত বারোটা থেকে পরদিন রাত বারোটা পর্যন্ত টিকিট বৈধ থাকবে।  রাজ্য সরকারের পরিবহণ দপ্তরের ডিপো থেকে টিকিট পাওয়া যাবে। তাছাড়া রাজ্যের বিভিন্ন প্রান্তে যাতায়াতের জন্য বাড়তি বাসও চালানো হবে বলে জানা গিয়েছ। অন্যদিকে পুজোর জন্য তৈরি হচ্ছে কলকাতা মেট্রো। পুজো বা  অন্য ছুটির দিন ভিড়ের চাপ বেশি থাকলে বিভ্রাটের আশঙ্কা বেড়ে যায় অনেকটাই। ভিড়ের সময় এস্ক্যালেটর বিকল হলে বা অন্য কোন সমস্যা হলে শুধু যে যাত্রীদের দেরি হয় তা নয়  দেখা দেয়  আরও নানা  ধরনের জটিলতা। এই পরিস্থিতি এড়াতে ব্যবস্থা করা  হয়েছে। পাশাপাশি জোর দেওয়া হয়েছে নিরাপত্তার উপরেও। মণ্ডপে  প্রতিমার বোধন হতে  কিছটা বাকি থাকলেও পাতাল পথে ভিড়ের বোধন হয়ে গিয়েছে আগেই। পুজো শুরু হলে তা আরও বাড়বে । আর  তাই  তৈরি  হচ্ছে মেট্রো।                                                                                                                       

                            

            

Share this story on