কলকাতাকে পেছনে ফেলল লন্ডন। এ দেশে পুজো শুরু হওয়ার আগেই উমার বোধন হয়ে যাবে লন্ডন সহ গোটা বিলেতে। শুধু আগে শুরু করা নয় পুজো শেষও হবে দেরিতে। সেই 22 তারিখ। কিন্তু কেন? আসলে বিদেশে পুজো সব সময় নির্ঘণ্ট মেনে হয় না। হয় ছুটির দিন দেখে। তবে কলকাতার সঙ্গে তাল রেখে হয় এমন পুজোর খোঁজ যে মিলবে না তা নয়। কিন্তু বেশির ভাগ পুজোই হয় শনি ও রবিবার দেখে। তাই পুজো হবে দশদিন ধরে। বিলেতে পুজোর এরকমই নানা খোঁজ দিতে ওয়েবসাইট তৈরি হয়েছিল আগেই। এবার তা আরও এক ধাপ এগিয়ে গেল। তৈরি হল ভিডিয়ো। এই ভিডিয়োটির মধ্যেই রয়েছে সব তত্ব। এখান থেকেই বিলেতের এদিক ওদিকে থাকা ভারতীয় তথা বাঙালিরা জানতে পারবেন বিলেতের কোন শহরে হচ্ছে পুজো।
শুধু তাই নয় কীভাবে সেখানে পৌঁছনো যাবে সেই খবরও থাকছে। ওয়েবসাইট তৈরি করেছেন সুমিত কোঙার। বর্ধমানের বাসিন্দা সুমিতকে সাহায্য করেছেন প্রবাসী বাঙালি অভিরূপ ঘোষ এবং মৈত্রী রায়। আর ভিডিও তৈরি করেছেন দেবার্ঘ চক্রবর্তী। ওয়েবসাইট আর ভিডিয়ো মিলিয়ে খান ষাটেক পুজোর ব্যাপারে তথ্য দেওয়া আছে। শুধু পুজোর বিবরণ নয়, থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের খোঁজ খবরও। কাজটা অবশ্য খুব সহজ ছিল না। বিলেতে সবকটি পুজোর উদ্যোক্তাদের সন্ধান পেতে ফেসবুকের শরণ নেন তিনি। আলাদা আলাদা করে মোবাইল নম্বর জোগাড় করে তৈরি হল হোয়াটস অ্যাপ গ্রুপ। সেখানেই আসতে থাকে একের পর এক তথ্য। সেগুলিকে ওয়েবসাইটে তুলে দেওয়া হয়। ধীরে ধীরে আকারে বড় হতে থাকেওয়েবসাইট।
ভিডিওতে দেখুন বিদেশের পুজো পরিক্রমা :
© Copyright NDTV Convergence Limited 2025. All rights reserved.