লাল শুধু বিয়ের রঙই নয় উৎবরেও রং। বিশেষত দুর্গাপুজোয় লাল অনবদ্য। এটা শুধু পবিত্র রংই নয় বরং শৌর্য, সুরক্ষা এবং এনার্জির পরিচায়ক। তাই ঐতিহ্যবাহী শাড়ির সঙ্গে লাল রঙ একেবারেই মানানসই পুজোয়। আপনার জন্য নিয়ে এসেছি ৬টা রং, বেছে নিন এর মধ্যে কোনটা পরে আপনি হয়ে উঠবেন পুজোর অনন্যা।
1 লোটাস কালারস্টাইলো ম্যাট লিপ কালার ইন রেড ব্যবহারে খুব সুবিধাজনক। ভিটামিন ই সমৃদ্ধ এবং দীর্ঘ সময় থাকে। দাম— ৪৬৭ থেকে ৬২৫
লোটাস এর লিপস্টিক
2 লোরিয়াল ময়েস্ট ম্যাট লিপস্টিক একটি কালো রঙের টিউব যার গায়ে সোনালি বর্ডার রয়েছে। এটা অসম্ভব সুন্দর দেখতে। বিশেষ দিনে সাজের জন্য এটা খুবই ভালো। দাম—৫২৩ থেকে ৭৫০
লোরিয়াল এর লিপস্টিক
3 অরিফ্লেম জিওর্দানি গোল্ড লিপ এলিক্সির ইন ট্রু রেড লিপস্টিক শুধু লিপস্টিকই নয় গোটা একটা প্যাকেজ। এতে আর্গন অয়েল , এসপিএফ ১৫ থাকায় সূর্য রশ্মিকে আটকে ঠোঁটকে কোমল রাখে। দাম— ৭৪৯ থেকে ৯৯৯
অরিফ্লেম এর লিপস্টিক
4 সুগার নেভার সে ড্রাই ক্রিম লিপস্টিক ইন রেড পোয়েটস সোসাইটির লিপস্টি ব্যবহার করলেই আপনার মন আনন্দে ভরে যাবে। এর ক্লাসিক রেড শেডে আছে সাটিন ফিনিশের পেলবতা। দাম— ৪৯৯
সুগার এর লিপস্টিক
5 মেবিলাইন সেনসেশনাল ক্রিমি ম্যাট লিপস্টিক এতটাই টুকটুকে লাল যে ঠোঁট হবে মোহময়। দাম— ২৯৯
মেবিলাইনের লিপস্টিক
6 ফেসেস আল্টিমেট প্রো. লিকুইড লিপস্টিক ইন কিস অফ ফায়ার এমনিতে তরল হলেও ঠোঁটে দেওয়ার পরে দ্রুত শুকিয়ে যায়। দীর্ঘক্ষণ থাকে। দাম— ৮৯৯।
ফেসেস-এর লিপস্টিক
আপনার উৎসব সাজেও যেন লাল লিপস্টিক মিস হয়ে না যায়।
© Copyright NDTV Convergence Limited 2025. All rights reserved.