দুর্গাপুজোর উদযাপন শুরু করে দিয়েছেন অভিনেত্রী জুহি চাওলা! তাঁর ইনস্টাগ্রামে এই অভিনেত্রী কলকাতা থেকে দুর্গাপুজোর ছবি পোস্ট করেছেন। কলকাতায় একটি পুজো মণ্ডপ পরিদর্শন করেছিলেন জুহি, সেই ঝলমলে আনন্দ তাই সকলের সঙ্গেই ছবির মাধ্যমে ভাগ করে নিয়েছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে দুর্গা প্রতিমার সামনে উজ্জ্বল গোলাপী পোশাক, আলতো বেণী করা চুল আর ঐতিহ্যগত গয়নায় সেজে দাঁড়িয়ে রয়েছেন তিনি। "কলকাতায় একটি সুন্দর দুর্গাপুজো প্যান্ডেলে। এখানে থাকতে পেরে দারুণ লাগছে।" ক্যাপশনে লিখেছেন জুহি চাওলা। শাহরুখ খানের সঙ্গে আইপিএল দলের কলকাতা নাইট রাইডার্সের সহ-মালিক জুহি, দলের 'প্ল্যান্ট এ সিক্স' কার্যকলাপের জন্যই কলকাতাতে আসেন। এই উদ্যোগের অংশ হিসেবে, ম্যাচ চলাকালীন যতগুলি ওভার বাউন্ডারি মারা হবে তত গুলি গাছ রোপণ করা হবে।
পুজোয় আসছে ‘ব্যোমকেশ গোত্র’- ফেসবুক লাইভ আড্ডায় জমজমাট আসর
এখানে দেখুন জুহি চাওলার দুর্গা পুজোর অ্যালবাম:
শুক্রবার ক্রিকেটার রিঙ্কু কুমারের জন্মদিনের জন্য জুহি চাওলা কলকাতা নাইট রাইডার্স দলের সঙ্গে উদযাপনে যোগ দেন। সন্ধ্যায় একটি ছবি শেয়ার করে জুহি লিখেছিলেন: "কেকেআরের হয়ে বৃক্ষ রোপণের জন্য কলকাতায়। রিঙ্কু সিংয়ের জন্মদিনও উদযাপন করলাম একই সঙ্গে... দেখুন কী কাণ্ডটাই না দলের ছেলেরা করেছে, সারা মুখে কেক!"
23 বছর পর দুর্গা পুজোয় আশা ভোঁসলের নতুন গান
2016 এর ‘চক এন ডাস্টার’ জুহি চাওলার শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা। এই সিনেমায় শাবানা আজমির সঙ্গে অভিনয় করেছিলেন জুহি। সোনম কাপুর এবং অনিল কাপুরের সঙ্গে ‘এক লড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’ সিনেমায় দেখা যাবে জুহি চাওলাকে। আনন্দ এল রায়ে পরিচালনায় শাহরুখ খানের জিরো’তেও অভিনয় করছেন জুহি চাওলা।
বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও পুজোয় শোলার ব্যবহার দেখা যায়। কিন্তু শিল্পীরা সাধারণত প্রচারের আলোর বিপরীতেই রয়ে যান।
পুজোর মাধ্যমে দেবী দুর্গাকে বার্তা দেওয়া হচ্ছে মা যাতে এসে কালো অশুভ হাতের বিনাশ করেন। আর মায়ের সেই বিনাশ মূর্তির মধ্যে দিয়েই জেগে উঠুক নতুন প্রাণ।
পুজো প্যান্ডেল তৈরি হল এক বিশেষ দাবিকে সামনে রেখে। না কোনও রাজনৈতিক বা সামাজিক দাবি নয়, এই দাবি একেবারেই শহুরে, কলকাতাকে ভালবাসার প্রতীক। রবীন্দ্রনাথ ঠাকুরের শহর, কলকাতার পরিচিতি সিটি অফ জয় নামে। কিন্তু আয়োজকরা চান কলকাতা পরিচিত হোক সাহিত্যের শহর হিসেবে। তাই এবার রাজা রামমোহন সরণির চালতা বাগানের পুজোর থিম বিশ্বকবি। 76 বছরে পা দেওয়া চালতাবাগানের থিমের পোশাকি নাম কবিগুরুর শান্তিনিড়। উদ্দেশ একটাই ইউনেস্কোর থেকে স্বীকৃতি আদায় করে নেওয়া।
সাদার্ন নুকের দুর্গাপুজোর এ বার ১০ বছরে পা। তবে এই আবাসনের পুজোয় এ বার রয়েছে নতুন স্পেশ্যালিটি। এ বার মায়েদের হাতেই জগজ্জননীর পুজোর ভার ন্যস্ত।
সূদূর জার্মানির বার্লিন শহরে বসেও দুর্গাপুজোর উৎসবে মাতোয়ারা একদল ভারতীয়। পুজোর আয়োজন থেকে উপকরণ কোথাও নেই এতটুকু কার্পণ্য।
পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি অফ রাশিয়া ইন্টার ক্লাবে এবছর ধুমধাম করে আয়োজিত হচ্ছে মস্কোর দুর্গাপুজো। 15 অক্টোবর থেকেই শুরু হয়ে যাচ্ছে উদযাপন। 19 অক্টোবর পর্যন্ত চলবে নানা অনুষ্ঠান।
বর্ধমানের সুমিত কোঙার। আপাতত এডিনবরা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিষয়ে পোস্ট ডক করছেন। বছর দুয়েক হল বিলেতে আছেন। সেখানে গিয়েই বুঝেছেন নতুন জায়গায় গিয়ে পুজোর ব্যাপারে খোঁজ খবর পেতে বেশ বেগ পেতে হয়। বিলেতের এদিক ওদিকে থাকা ভারতীয় তথা বাঙালিরা জানতেই পারেন না, ঠিক কোথায় হচ্ছে পুজো। সেই সমস্যা থেকেই মুক্তি দিতেই উদ্যোগ নিলেন সুমিত।