Durga puja 2018
  • Home/
  • পুজোর কোন দিনে কী সাজ, রইল মেক আপ আর্টিস্টের টিপস

পুজোর কোন দিনে কী সাজ, রইল মেক আপ আর্টিস্টের টিপস

পুজোর কোন দিনে কী সাজ, রইল মেক আপ আর্টিস্টের টিপস
মেক আপ আর্টিস্ট কেয়া মুখার্জি

পুজো মানেই আনন্দ, পুজো মানেই মনে প্রেম, পুজো মানেই খাওয়াদাওয়া আর সাজগোজ ৷ পুজোয় সাজগোজ ঠিক কেমন হলে পাঁচ জনের চোখে আপনি হয়ে উঠবেন অনন্য ৷ তা নিয়েই টিপস দিলেন বিশিষ্ট মডেল মেক আপ আর্টিস্ট কেয়া মুখার্জি ৷

 

s340u81

তাঁর মতে, ৩৫ বছরের ঊর্ধ্বে যাঁদের বয়স সেইসব মহিলারা সবাই সন্ধের দিকে রঙিন শাড়ি পরতে পারেন ৷ এখন গাউনেরও খুব চল হয়েছে ৷ ৫০ এর উপরে যাঁদের বয়স তাঁরা অবশ্যই শাড়ি পরবেন ৷ কিন্তু, ফিগার অনুযায়ী গাউন ও প্যারালালও চলতে পারে৷

rtd17jc8

৩৫-এর নীচে যাঁদের বয়স তাঁরা শর্ট স্কার্ট, লং স্কার্ট, শর্ট প্যান্ট, টর্ন জিন্স, বিভিন্ন ধরনের জিনস ৷ নটেড টপস সবই চলতে পারে ৷ শাড়ি ছাড়া লেহেঙ্গাও খুব চলছে ৷ 

 
sqsmmvvo


অষ্টমীর অঞ্জলী ২৫-এর উপরে যাঁদের বয়স তাঁরা অবশ্যই লাল অথবা লাল-সাদা শাড়ি ৷ বিবাহিতরা সঙ্গে সোনার গয়না ৷ অবিবাহিতরা ফেক গয়না, টেরাকোটা, থ্রেড, সিলভার, ম্যাট মেটাল, স্টোনের গয়না ইত্যাদি পরতে পারেন ৷

aidqu10g

তবে শাড়ি বা  যে ধরনের ড্রেসই পরুন না কেন ৷ মেক আপ কিন্তু চড়া নয় ৷ বরং এখন হালকা মেক আপের চল ৷ সঙ্গে লাল লিপস্টিক ৷ রেড লিপস এখন ফ্যাশন ইন বলে জানিয়েছেন কেয়া মুখার্জি ৷

jr6vm8qo


শাড়ি আর গয়নার পাশাপাশি চুলও রাখতে হবে পরিপাটি ৷ মেক আপ আর্টিস্ট কেয়া মুখার্জির কথায়, আজকাল চুল নিয়ে ছেলেরা এবং মেয়েরা সবাই খুব সচেতন ৷

n2t8ohso

মেয়েদের মধ্যে বিভিন্ন ধরনের শর্ট, লং, লেয়ার, শর্ট কাটসের মধ্যে বিভিন্ন ধরনের ইনভার্টেট ব্লান্ট, ইনভার্টেড ওয়েজ ব্লান্ট সবই চলছে ৷ হেয়ার স্টাইলে লং হেয়ার স্ট্রেটনিং, স্মুথনিং, অথবা সফট কার্লস, ও বিভিন্ন ধরনের কালার ও কিছু ফাঙ্কি কালার এখন ভীষণই ফ্যাশন ৷

kfm1efg

একইভাবে ছেলেদের মধ্যে ইউরোপিয়ান ফুটবলার কাট চলছে৷ সেইসঙ্গে হেয়ার কালার এবং কালো ও রঙিন ট্যাটুও ফ্যাশন ইন বলে জানিয়েছেন কেয়া মুখার্জি৷
  

Share this story on

বাংলার সেরা পুজো

আরও দেখুন
  • শোলাশিল্পীদের তুলে আনছে পুজো কমিটি
    Thursday October 18, 2018 , কলকাতা

    বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও পুজোয় শোলার ব্যবহার দেখা যায়। কিন্তু শিল্পীরা সাধারণত প্রচারের আলোর বিপরীতেই রয়ে যান।

  • অশুভ বিনাশ করে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা মণ্ডপে
    NDTV | Wednesday October 17, 2018 , কলকাতা

    পুজোর মাধ্যমে দেবী দুর্গাকে বার্তা দেওয়া হচ্ছে মা যাতে এসে কালো অশুভ হাতের বিনাশ করেন। আর মায়ের সেই বিনাশ মূর্তির মধ্যে দিয়েই জেগে উঠুক নতুন প্রাণ।

  • কলকাতা হোক সাহিত্যের শহর, দাবি চালতাবাগানের পুজোর
    NDTV | Tuesday October 16, 2018 , কলকাতা

    পুজো প্যান্ডেল তৈরি হল এক বিশেষ দাবিকে সামনে রেখে। না কোনও রাজনৈতিক বা সামাজিক দাবি নয়, এই দাবি একেবারেই শহুরে, কলকাতাকে ভালবাসার প্রতীক।  রবীন্দ্রনাথ ঠাকুরের শহর, কলকাতার পরিচিতি সিটি অফ জয়  নামে। কিন্তু আয়োজকরা চান কলকাতা  পরিচিত হোক সাহিত্যের শহর হিসেবে। তাই এবার রাজা রামমোহন সরণির চালতা বাগানের পুজোর থিম বিশ্বকবি। 76 বছরে  পা দেওয়া চালতাবাগানের থিমের পোশাকি নাম কবিগুরুর শান্তিনিড়। উদ্দেশ একটাই ইউনেস্কোর থেকে স্বীকৃতি আদায় করে  নেওয়া।

  • মায়েদের হাতেই পূজিত হচ্ছেন জগজ্জননী মা দুর্গা
    Monday October 15, 2018 , কলকাতা

    সাদার্ন নুকের দুর্গাপুজোর এ বার ১০ বছরে পা। তবে এই আবাসনের পুজোয় এ বার রয়েছে নতুন স্পেশ্যালিটি। এ বার মায়েদের হাতেই জগজ্জননীর পুজোর ভার ন‌্যস্ত।

বিদেশের পুজো

আরও দেখুন