পুজো আসে, পুজো যায়। কিন্তু ছোটবেলায় পুজোগুলো যেন একটু বেশিই স্পেশাল ছিল আমাদের কাছে। কারণ ওই বয়ঃসন্ধির সময়টায় পুজোর চেয়েও বেশি আমাদের যেন টান ছিল পুজোর প্রেমের প্রতি। পুজোর চার দিনে পাশের বাড়ির বুচি, খেঁদিও কাজল চোখে, খোলা চুলে, একটা ছোট্ট টিপ আর শাড়িতে অপরূপা হয়ে উঠত।পুজো মানেই ছিল একটা পুজো স্পেশাল প্রেম, যে প্রেমগুলো পুজোয় ঠাকুর বিসর্জনের সঙ্গে সঙ্গে যেন কোথায় হারিয়ে যেত। সে হারিয়ে যাওয়া প্রেম কখনও ভবিষ্যতে ফিরে আসত। তবে বেশিরভাগ সময় কোথায় যে চলে যেত তার আর কোনও হদিস পাওয়া যেত না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্মৃতি আবছা হতে থাকলেও ছেলেবেলার এই পুজোর স্মৃতিগুলো যেন চিরকাল থেকে যায় মানুষের মনে।ছেলেবেলার পুজোর প্রেমের মতোই পুজো স্পেশাল ম্যাগাজিন, পুজোর গানের অ্যালবামটাও যেন কোথায় হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। এমন যে সব জিনিসগুলো হারিয়ে গেছে আমাদের কাছ থেকে, এই যেমন ধরুন কাশফুল, শরতের মেঘ, দুর্গাপুজোর ছোটবেলার স্মৃতি, প্রেম এমনকী বেশ কিছু প্রিয়জন যারা হারিয়ে গেছে আমাদের কাছ থেকে তাদের নিয়েই এই পুজোয় একটা গানের অ্যালবাম তৈরি করে ফেলেছেন গুটিকতক মানুষ। তাদের মধ্যে অন্যতম হলেন দ্রোণ আচার্য।
অ্যালবামে রয়েছে মোট চারটে গান। যার মধ্যে প্রথম গানটা গেয়েছেন রুপঙ্কর বাগচী। যা মুক্তি পেয়েছে আজ। সেই গানের মধ্যে দিয়েই তিনি কিন্তু ফিরে গেছেন হারিয়ে যাওয়া ছোটবেলার প্রেমের কাছে। হারিয়ে যাওয়া প্রেমিকা সুরঞ্জনা আজ এত বছর পর কেমন আছে তাই জানার ইচ্ছা হচ্ছে আজ তাঁর খুব। সুরঞ্জনার অপেক্ষাতে তিনি গানটা গেয়েছেন, তাই বলাবাহুল্য, গানটারও নাম "অপেক্ষাতেই আমি"। রূপঙ্কর বাগচীর গাওয়া গানের গীতিকার সারন দত্ত। সুরকার দ্রোণ আচার্য। এখন আর সময় নষ্ট না করে শুনে নেওয়া যাক "অপেক্ষাতেই আমি":
অ্যালবামের বাকি তিনটে গানেরও সুর তৈরি করেছেন দ্রোণ আচার্য। তার মধ্যে একটা গান গেয়েছেন শ্রীকান্ত আচার্য, যার প্রোমো আমরা ইতিমধ্যে দেখে ফেলেছি। বাদ বাকি দুটো গান কে গেয়েছেন তা কিন্তু এখনো জানাননি সুরকার। তবে একথা তিনি নিশ্চিত ভাবে জানিয়েছেন যে এই মাসের মধ্যেই অ্যালবামের চারটি গান মুক্তি পেয়ে যাবে। আর প্রথম গানের মতোই বাকি তিনটি গানও মুক্তি পাবে ইউটিউবে।
সুরকার আগেই জানিয়েছিলেন এই পুজো অ্যালবামের গানগুলো কিন্তু আমাদের পুরনো দিনগুলোতে ফেরত নিয়ে যাবে। স্মৃতি মেদুরতা ভর করে আসবে আমাদের মনে। আর ঠিক হলও তাই। এবার অ্যালবামের বাকি তিনটে গান কবে রিলিজ করে আমাদের শুধু তারই অপেক্ষা।
হারিয়ে যাওয়া প্রেম সুরঞ্জনার অপেক্ষাতে গাওয়া রূপঙ্কর বাগচীর এই গান আপনাদের কেমন লাগলো? কমেন্ট সেকশনে আমাদের জানাতে ভুলবেন না কিন্তু!
বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও পুজোয় শোলার ব্যবহার দেখা যায়। কিন্তু শিল্পীরা সাধারণত প্রচারের আলোর বিপরীতেই রয়ে যান।
পুজোর মাধ্যমে দেবী দুর্গাকে বার্তা দেওয়া হচ্ছে মা যাতে এসে কালো অশুভ হাতের বিনাশ করেন। আর মায়ের সেই বিনাশ মূর্তির মধ্যে দিয়েই জেগে উঠুক নতুন প্রাণ।
পুজো প্যান্ডেল তৈরি হল এক বিশেষ দাবিকে সামনে রেখে। না কোনও রাজনৈতিক বা সামাজিক দাবি নয়, এই দাবি একেবারেই শহুরে, কলকাতাকে ভালবাসার প্রতীক। রবীন্দ্রনাথ ঠাকুরের শহর, কলকাতার পরিচিতি সিটি অফ জয় নামে। কিন্তু আয়োজকরা চান কলকাতা পরিচিত হোক সাহিত্যের শহর হিসেবে। তাই এবার রাজা রামমোহন সরণির চালতা বাগানের পুজোর থিম বিশ্বকবি। 76 বছরে পা দেওয়া চালতাবাগানের থিমের পোশাকি নাম কবিগুরুর শান্তিনিড়। উদ্দেশ একটাই ইউনেস্কোর থেকে স্বীকৃতি আদায় করে নেওয়া।
সাদার্ন নুকের দুর্গাপুজোর এ বার ১০ বছরে পা। তবে এই আবাসনের পুজোয় এ বার রয়েছে নতুন স্পেশ্যালিটি। এ বার মায়েদের হাতেই জগজ্জননীর পুজোর ভার ন্যস্ত।
সূদূর জার্মানির বার্লিন শহরে বসেও দুর্গাপুজোর উৎসবে মাতোয়ারা একদল ভারতীয়। পুজোর আয়োজন থেকে উপকরণ কোথাও নেই এতটুকু কার্পণ্য।
পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি অফ রাশিয়া ইন্টার ক্লাবে এবছর ধুমধাম করে আয়োজিত হচ্ছে মস্কোর দুর্গাপুজো। 15 অক্টোবর থেকেই শুরু হয়ে যাচ্ছে উদযাপন। 19 অক্টোবর পর্যন্ত চলবে নানা অনুষ্ঠান।
বর্ধমানের সুমিত কোঙার। আপাতত এডিনবরা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিষয়ে পোস্ট ডক করছেন। বছর দুয়েক হল বিলেতে আছেন। সেখানে গিয়েই বুঝেছেন নতুন জায়গায় গিয়ে পুজোর ব্যাপারে খোঁজ খবর পেতে বেশ বেগ পেতে হয়। বিলেতের এদিক ওদিকে থাকা ভারতীয় তথা বাঙালিরা জানতেই পারেন না, ঠিক কোথায় হচ্ছে পুজো। সেই সমস্যা থেকেই মুক্তি দিতেই উদ্যোগ নিলেন সুমিত।