আজ মহালয়া। পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের শুভ সূচনা হয়েছে। দুর্গা পুজো উপলক্ষে তানিষ্ক তাদের তৈরি বিশেষ সম্ভার, 'অপরূপা' নিয়ে হাজির হয়েছে। এই কালেকশনের ডিজাইনগুলো শিউলি ফুল, ট্র্যাডিশনাল আলপনা, পদ্ম ফুলের থেকে অনুপ্রাণিত, যার সঙ্গে বাঙালি দুর্গা পুজোর মিল খুঁজে পাবে। দুর্গা পুজোর উৎসবকে আরও আকর্ষণীয় করে তুলতে তানিষ্ক অপরূপা কালেকশনে নেকলেস, সীতা হার, লোহা বাঁধানো, শাখা, পলা, কানের দুল, আংটি ইত্যাদির প্রায় 50টি নতুন ডিজাইন হাজির করেছে।
গতকাল শহরের এক পাঁচতারা হোটেলে সাংবাদিক সম্মেলন আয়োজন করে তানিষ্ক কর্তৃপক্ষ অপরূপা কালেকশন লঞ্চ করেন। টাইটান কোম্পানি লিমিটেডের রিজিওনাল বিজনেস হেড, ইস্ট, রাজেশ্বরী শ্রীবাস্তব জানান, "তানিষ্কের পক্ষ থেকে সকল ক্রেতাকে জানাই শারদীয়ার শুভেচ্ছা। প্রতি বছরই পূর্ব ভারতের মানুষদের জন্য আমরা দুর্গা পুজোয় ক্লাসিক, এলিগেন্ট, সুন্দর কিছু নতুন গহনার সম্ভার হাজির করি। এই বছর আমরা অপরূপা কালেকশন হাজির করতে পেরে সত্যিই অত্যন্ত আপ্লুত। এই কালেকশনের প্রতিটা অলংকার দুর্গা পুজোর কথা মনে করাবে।"
ব্র্যান্ড অ্যাম্বাসেডর মিমি চক্রবর্তী।
তানিষ্কের বিভিন্ন কর্ম-কর্তারা ছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী, যিনি তানিষ্কের কলকাতার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। অনুষ্ঠানে অভিনেত্রী জানান, "ছেলেবেলা থেকে স্বপ্ন দেখতাম আমি তানিষ্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবো। সেই স্বপ্নটা আজ সফল হয়েছে।"
অপরূপা কালেকশনের দাম 20 হাজার টাকা থেকে শুরু যা এই মুহূর্তে পশ্চিমবঙ্গ, রাঁচি, বিহার ও ঝাড়খণ্ডে প্রতিটি তানিষ্কের শোরুমে পাওয়া গেলেও পরবর্তীকালে দেশের অন্যান্য অঞ্চলেও পাওয়া যাবে বলে জানানো হয়েছে।
দেখুন ভিডিও:
বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও পুজোয় শোলার ব্যবহার দেখা যায়। কিন্তু শিল্পীরা সাধারণত প্রচারের আলোর বিপরীতেই রয়ে যান।
পুজোর মাধ্যমে দেবী দুর্গাকে বার্তা দেওয়া হচ্ছে মা যাতে এসে কালো অশুভ হাতের বিনাশ করেন। আর মায়ের সেই বিনাশ মূর্তির মধ্যে দিয়েই জেগে উঠুক নতুন প্রাণ।
পুজো প্যান্ডেল তৈরি হল এক বিশেষ দাবিকে সামনে রেখে। না কোনও রাজনৈতিক বা সামাজিক দাবি নয়, এই দাবি একেবারেই শহুরে, কলকাতাকে ভালবাসার প্রতীক। রবীন্দ্রনাথ ঠাকুরের শহর, কলকাতার পরিচিতি সিটি অফ জয় নামে। কিন্তু আয়োজকরা চান কলকাতা পরিচিত হোক সাহিত্যের শহর হিসেবে। তাই এবার রাজা রামমোহন সরণির চালতা বাগানের পুজোর থিম বিশ্বকবি। 76 বছরে পা দেওয়া চালতাবাগানের থিমের পোশাকি নাম কবিগুরুর শান্তিনিড়। উদ্দেশ একটাই ইউনেস্কোর থেকে স্বীকৃতি আদায় করে নেওয়া।
সাদার্ন নুকের দুর্গাপুজোর এ বার ১০ বছরে পা। তবে এই আবাসনের পুজোয় এ বার রয়েছে নতুন স্পেশ্যালিটি। এ বার মায়েদের হাতেই জগজ্জননীর পুজোর ভার ন্যস্ত।
সূদূর জার্মানির বার্লিন শহরে বসেও দুর্গাপুজোর উৎসবে মাতোয়ারা একদল ভারতীয়। পুজোর আয়োজন থেকে উপকরণ কোথাও নেই এতটুকু কার্পণ্য।
পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি অফ রাশিয়া ইন্টার ক্লাবে এবছর ধুমধাম করে আয়োজিত হচ্ছে মস্কোর দুর্গাপুজো। 15 অক্টোবর থেকেই শুরু হয়ে যাচ্ছে উদযাপন। 19 অক্টোবর পর্যন্ত চলবে নানা অনুষ্ঠান।
বর্ধমানের সুমিত কোঙার। আপাতত এডিনবরা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিষয়ে পোস্ট ডক করছেন। বছর দুয়েক হল বিলেতে আছেন। সেখানে গিয়েই বুঝেছেন নতুন জায়গায় গিয়ে পুজোর ব্যাপারে খোঁজ খবর পেতে বেশ বেগ পেতে হয়। বিলেতের এদিক ওদিকে থাকা ভারতীয় তথা বাঙালিরা জানতেই পারেন না, ঠিক কোথায় হচ্ছে পুজো। সেই সমস্যা থেকেই মুক্তি দিতেই উদ্যোগ নিলেন সুমিত।