নবমীর রাত ছিল উদযাপনের শেষ রাত। তাই শেষ রাত্রে উৎসবের আনন্দটুকু চেটেপুটে নিতে সামিল হয়েছিলেন বলিউডের সেলিব্রিটিরাও। কাজল, জয়া বচ্চন, বরুণ ধাওয়ান এবং চলচ্চিত্র নির্মাতা অয়ন মুখার্জী, মুম্বাইয়ের ভিলে পার্লেতে একটি মণ্ডপ পরিদর্শনে যান। পুজোর ঐতিহ্য মেনে লাল সাদা শাড়িতে হাজির হন ‘হেলিকপ্টার ইলা'র অভিনেত্রী কাজল। উজ্জ্বল হলুদ শাড়িতে দুর্গার আশীর্বাদ চাইতে দেখা যায় জয়া বচ্চনকেও। লাল সাদা কুর্তা আর পাজামাতে সেজে মণ্ডপে দেখা মিলেছিল বরুণ ধাওয়ান ও অয়ন মুখার্জীরও। অয়ন মুখার্জীর সঙ্গে ছিলেন তাঁর বাবা দেব মুখার্জী এবং সর্বাণী মুখার্জীও।
এখানে রইল দুর্গাপুজোয় সামিল বলিউড সেলিব্রিটির নানান ছবি।
মণ্ডপে কাজল
শাড়িতে সেজেছেন কাজল
দেব মুখার্জী, সর্বাণী মুখার্জী ও অয়নের সঙ্গে জয়া বচ্চন
দেব মুখার্জী, সর্বাণী মুখার্জী ও অয়নের সঙ্গে কথোপকথনে দেখা যায় বর্ষীয়াণ অভিনেত্রী জয়া বচ্চনকেও।
বিশেষ এই দিনের জন্য বরুণ ধাওয়ানের পরণে ছিল লাল ও সাদা কুর্তা পাজমা।
মণ্ডপে বরুণ ধাওয়ান
বরুণ ধাওয়ানের সঙ্গে অয়ন মুখার্জী
তনুশ্রী দত্তের বোন ইশিতা দত্তকেও তাঁর স্বামী বতসল শেঠের সঙ্গে দেখা যায় মণ্ডপে। কমেডি নাইট উইথ কপিল কমেডি শো খ্যাত টিভি অভিনেত্রী সুমনা চক্রবর্তীও সাদা শাড়িতে সেজে দুর্গাপুজোয় সামিল হন।
ইশিতা দত্ত ও বতসল শেঠ
অন্যান্য সেলিব্রিটিরাও মেতেছেন দুর্গাপুজোর আয়োজনে। চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে তাঁর ছেলে আজাদের সাথে একটি মণ্ডপে দেখা যায়। মা-ছেলে দু'জনের পরণেই ছিল ঐতিহ্যবাহী পোশাক।
একটি মণ্ডপে আজাদের সঙ্গে কিরণ রাও।
সুস্মিতা সেনও তাঁর কন্যা রেনে ও আলিশার সাথে পুজোর উদযাপন করেন। তাঁদের তিনজনের একটি ধুনুচি নাচের ভিডিও বেশ ভাইরাল হয়েছে। এখানে ভিডিও দেখুন:
বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও পুজোয় শোলার ব্যবহার দেখা যায়। কিন্তু শিল্পীরা সাধারণত প্রচারের আলোর বিপরীতেই রয়ে যান।
পুজোর মাধ্যমে দেবী দুর্গাকে বার্তা দেওয়া হচ্ছে মা যাতে এসে কালো অশুভ হাতের বিনাশ করেন। আর মায়ের সেই বিনাশ মূর্তির মধ্যে দিয়েই জেগে উঠুক নতুন প্রাণ।
পুজো প্যান্ডেল তৈরি হল এক বিশেষ দাবিকে সামনে রেখে। না কোনও রাজনৈতিক বা সামাজিক দাবি নয়, এই দাবি একেবারেই শহুরে, কলকাতাকে ভালবাসার প্রতীক। রবীন্দ্রনাথ ঠাকুরের শহর, কলকাতার পরিচিতি সিটি অফ জয় নামে। কিন্তু আয়োজকরা চান কলকাতা পরিচিত হোক সাহিত্যের শহর হিসেবে। তাই এবার রাজা রামমোহন সরণির চালতা বাগানের পুজোর থিম বিশ্বকবি। 76 বছরে পা দেওয়া চালতাবাগানের থিমের পোশাকি নাম কবিগুরুর শান্তিনিড়। উদ্দেশ একটাই ইউনেস্কোর থেকে স্বীকৃতি আদায় করে নেওয়া।
সাদার্ন নুকের দুর্গাপুজোর এ বার ১০ বছরে পা। তবে এই আবাসনের পুজোয় এ বার রয়েছে নতুন স্পেশ্যালিটি। এ বার মায়েদের হাতেই জগজ্জননীর পুজোর ভার ন্যস্ত।
সূদূর জার্মানির বার্লিন শহরে বসেও দুর্গাপুজোর উৎসবে মাতোয়ারা একদল ভারতীয়। পুজোর আয়োজন থেকে উপকরণ কোথাও নেই এতটুকু কার্পণ্য।
পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি অফ রাশিয়া ইন্টার ক্লাবে এবছর ধুমধাম করে আয়োজিত হচ্ছে মস্কোর দুর্গাপুজো। 15 অক্টোবর থেকেই শুরু হয়ে যাচ্ছে উদযাপন। 19 অক্টোবর পর্যন্ত চলবে নানা অনুষ্ঠান।
বর্ধমানের সুমিত কোঙার। আপাতত এডিনবরা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিষয়ে পোস্ট ডক করছেন। বছর দুয়েক হল বিলেতে আছেন। সেখানে গিয়েই বুঝেছেন নতুন জায়গায় গিয়ে পুজোর ব্যাপারে খোঁজ খবর পেতে বেশ বেগ পেতে হয়। বিলেতের এদিক ওদিকে থাকা ভারতীয় তথা বাঙালিরা জানতেই পারেন না, ঠিক কোথায় হচ্ছে পুজো। সেই সমস্যা থেকেই মুক্তি দিতেই উদ্যোগ নিলেন সুমিত।