Durga puja 2018
  • Home/
  • নবমীতে মুম্বাইয়ে দুর্গাপুজোয় সামিল সেলিব্রিটিরা, দেখুন তাঁদের ঝলক

নবমীতে মুম্বাইয়ে দুর্গাপুজোয় সামিল সেলিব্রিটিরা, দেখুন তাঁদের ঝলক

নবমীতে মুম্বাইয়ে দুর্গাপুজোয় সামিল সেলিব্রিটিরা, দেখুন তাঁদের ঝলক
ভিলে পার্লের পুজো মণ্ডপে কাজল

Highlights

  1. ভিলে পার্লের একটি মণ্ডপে কাজল ও জয়া বচ্চন
  2. মণ্ডপে বরুণ ধাওয়ান ও অয়ন মুখার্জী
  3. উপস্থিত ঈশিতা দত্ত ও বতসল শেঠও
নিউ দিল্লি : 

নবমীর রাত ছিল উদযাপনের শেষ রাত। তাই শেষ রাত্রে উৎসবের আনন্দটুকু চেটেপুটে নিতে সামিল হয়েছিলেন বলিউডের সেলিব্রিটিরাও। কাজল, জয়া বচ্চন, বরুণ ধাওয়ান এবং চলচ্চিত্র নির্মাতা অয়ন মুখার্জী, মুম্বাইয়ের ভিলে পার্লেতে একটি মণ্ডপ পরিদর্শনে যান। পুজোর ঐতিহ্য মেনে লাল সাদা শাড়িতে হাজির হন ‘হেলিকপ্টার ইলা'র অভিনেত্রী কাজল। উজ্জ্বল হলুদ শাড়িতে দুর্গার আশীর্বাদ চাইতে দেখা যায় জয়া বচ্চনকেও। লাল সাদা কুর্তা আর পাজামাতে সেজে মণ্ডপে দেখা মিলেছিল বরুণ ধাওয়ান ও অয়ন মুখার্জীরও। অয়ন মুখার্জীর সঙ্গে ছিলেন তাঁর বাবা দেব মুখার্জী এবং সর্বাণী মুখার্জীও।

এখানে রইল দুর্গাপুজোয় সামিল বলিউড সেলিব্রিটির নানান ছবি।

28vb7dlo

মণ্ডপে কাজল

শাড়িতে সেজেছেন কাজল

e1k7rb0g

দেব মুখার্জী, সর্বাণী মুখার্জী ও অয়নের সঙ্গে জয়া বচ্চন

দেব মুখার্জী, সর্বাণী মুখার্জী ও অয়নের সঙ্গে কথোপকথনে দেখা যায় বর্ষীয়াণ অভিনেত্রী জয়া বচ্চনকেও। 

বিশেষ এই দিনের জন্য বরুণ ধাওয়ানের পরণে ছিল লাল ও সাদা কুর্তা পাজমা।

spijrk68

 মণ্ডপে বরুণ ধাওয়ান

ukc98cjg

বরুণ ধাওয়ানের সঙ্গে অয়ন মুখার্জী

তনুশ্রী দত্তের বোন ইশিতা দত্তকেও তাঁর স্বামী বতসল শেঠের সঙ্গে দেখা যায় মণ্ডপে। কমেডি নাইট উইথ কপিল কমেডি শো খ্যাত টিভি অভিনেত্রী সুমনা চক্রবর্তীও সাদা শাড়িতে সেজে দুর্গাপুজোয় সামিল হন।

p7nlno4g

ইশিতা দত্ত ও বতসল শেঠ

অন্যান্য সেলিব্রিটিরাও মেতেছেন দুর্গাপুজোর আয়োজনে। চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে তাঁর ছেলে আজাদের সাথে একটি মণ্ডপে দেখা যায়। মা-ছেলে দু'জনের পরণেই ছিল ঐতিহ্যবাহী পোশাক।

f9bpqcvo

একটি মণ্ডপে আজাদের সঙ্গে কিরণ রাও।

সুস্মিতা সেনও তাঁর কন্যা রেনে ও আলিশার সাথে পুজোর উদযাপন করেন। তাঁদের তিনজনের একটি ধুনুচি নাচের ভিডিও বেশ ভাইরাল হয়েছে। এখানে ভিডিও দেখুন:

 

 

 

Share this story on

বাংলার সেরা পুজো

আরও দেখুন
  • শোলাশিল্পীদের তুলে আনছে পুজো কমিটি
    Thursday October 18, 2018 , কলকাতা

    বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও পুজোয় শোলার ব্যবহার দেখা যায়। কিন্তু শিল্পীরা সাধারণত প্রচারের আলোর বিপরীতেই রয়ে যান।

  • অশুভ বিনাশ করে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা মণ্ডপে
    NDTV | Wednesday October 17, 2018 , কলকাতা

    পুজোর মাধ্যমে দেবী দুর্গাকে বার্তা দেওয়া হচ্ছে মা যাতে এসে কালো অশুভ হাতের বিনাশ করেন। আর মায়ের সেই বিনাশ মূর্তির মধ্যে দিয়েই জেগে উঠুক নতুন প্রাণ।

  • কলকাতা হোক সাহিত্যের শহর, দাবি চালতাবাগানের পুজোর
    NDTV | Tuesday October 16, 2018 , কলকাতা

    পুজো প্যান্ডেল তৈরি হল এক বিশেষ দাবিকে সামনে রেখে। না কোনও রাজনৈতিক বা সামাজিক দাবি নয়, এই দাবি একেবারেই শহুরে, কলকাতাকে ভালবাসার প্রতীক।  রবীন্দ্রনাথ ঠাকুরের শহর, কলকাতার পরিচিতি সিটি অফ জয়  নামে। কিন্তু আয়োজকরা চান কলকাতা  পরিচিত হোক সাহিত্যের শহর হিসেবে। তাই এবার রাজা রামমোহন সরণির চালতা বাগানের পুজোর থিম বিশ্বকবি। 76 বছরে  পা দেওয়া চালতাবাগানের থিমের পোশাকি নাম কবিগুরুর শান্তিনিড়। উদ্দেশ একটাই ইউনেস্কোর থেকে স্বীকৃতি আদায় করে  নেওয়া।

  • মায়েদের হাতেই পূজিত হচ্ছেন জগজ্জননী মা দুর্গা
    Monday October 15, 2018 , কলকাতা

    সাদার্ন নুকের দুর্গাপুজোর এ বার ১০ বছরে পা। তবে এই আবাসনের পুজোয় এ বার রয়েছে নতুন স্পেশ্যালিটি। এ বার মায়েদের হাতেই জগজ্জননীর পুজোর ভার ন‌্যস্ত।

বিদেশের পুজো

আরও দেখুন