Durga puja 2018
  • Home/
  • দুর্গাপুজোয় সাজুন লাল লিপস্টিকে

দুর্গাপুজোয় সাজুন লাল লিপস্টিকে

দুর্গাপুজোয় সাজুন লাল লিপস্টিকে
লাল লিপস্টিক ঐতিহ্যবাহী সাদের সঙ্গে

লাল শুধু বিয়ের রঙই নয় উৎবরেও রং। বিশেষত দুর্গাপুজোয় লাল অনবদ্য। এটা শুধু পবিত্র রংই নয় বরং শৌর্য, সুরক্ষা এবং এনার্জির পরিচায়ক। তাই ঐতিহ্যবাহী শাড়ির সঙ্গে লাল রঙ একেবারেই মানানসই পুজোয়। আপনার জন্য নিয়ে এসেছি ৬টা রং, বেছে নিন এর মধ্যে কোনটা পরে আপনি হয়ে উঠবেন পুজোর অনন্যা।

1 লোটাস কালারস্টাইলো ম্যাট লিপ কালার ইন রেড ব্যবহারে খুব সুবিধাজনক। ভিটামিন ই সমৃদ্ধ এবং দীর্ঘ সময় থাকে। দাম— ৪৬৭ থেকে ৬২৫

qq8cqh8g

লোটাস এর লিপস্টিক

 

2 লোরিয়াল ময়েস্ট ম্যাট লিপস্টিক একটি কালো রঙের টিউব যার গায়ে সোনালি বর্ডার রয়েছে। এটা অসম্ভব সুন্দর দেখতে। বিশেষ দিনে সাজের জন্য এটা খুবই ভাল‌ো। দাম—৫২৩ থেকে ৭৫০

7u9ak04o

লোরিয়াল এর লিপস্টিক

 

3 অরিফ্লেম জিওর্দানি গোল্ড লিপ এলিক্সির ইন ট্রু রেড লিপস্টিক শুধু লিপস্টিকই নয় গোটা একটা প্যাকেজ। এতে আর্গন অয়েল , এসপিএফ ১৫ থাকায় সূর্য রশ্মিকে আটকে ঠোঁটকে কোমল রাখে। দাম— ৭৪৯ থেকে ৯৯৯

h2rnfli8

অরিফ্লেম এর লিপস্টিক

 

4 সুগার নেভার সে ড্রাই ক্রিম লিপস্টিক ইন রেড পোয়েটস সোসাইটির লিপস্টি ব্যবহার করলেই আপনার মন আনন্দে ভরে যাবে। এর ক্লাসিক রেড শেডে আছে সাটিন ফিনিশের পেলবতা। দাম— ৪৯৯

bhs8j1fg

সুগার এর লিপস্টিক

 

5 মেবিলাইন সেনসেশনাল ক্রিমি ম্যাট লিপস্টিক এতটাই টুকটুকে লাল যে ঠোঁট হবে মোহময়। দাম— ২৯৯

vjg11fvo

মেবিলাইনের লিপস্টিক

 

6 ফেসেস আল্টিমেট প্রো. লিকুইড লিপস্টিক ইন কিস অফ ফায়ার এমনিতে তরল হলেও ঠোঁটে দেওয়ার পরে দ্রুত শুকিয়ে যায়। দীর্ঘক্ষণ থাকে। দাম— ৮৯৯।

t6n28jjo

ফেসেস-এর লিপস্টিক

 

আপনার উৎসব সাজেও যেন লাল লিপস্টিক মিস হয়ে না যায়।

Share this story on

বাংলার সেরা পুজো

আরও দেখুন
  • শোলাশিল্পীদের তুলে আনছে পুজো কমিটি
    Thursday October 18, 2018 , কলকাতা

    বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও পুজোয় শোলার ব্যবহার দেখা যায়। কিন্তু শিল্পীরা সাধারণত প্রচারের আলোর বিপরীতেই রয়ে যান।

  • অশুভ বিনাশ করে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা মণ্ডপে
    NDTV | Wednesday October 17, 2018 , কলকাতা

    পুজোর মাধ্যমে দেবী দুর্গাকে বার্তা দেওয়া হচ্ছে মা যাতে এসে কালো অশুভ হাতের বিনাশ করেন। আর মায়ের সেই বিনাশ মূর্তির মধ্যে দিয়েই জেগে উঠুক নতুন প্রাণ।

  • কলকাতা হোক সাহিত্যের শহর, দাবি চালতাবাগানের পুজোর
    NDTV | Tuesday October 16, 2018 , কলকাতা

    পুজো প্যান্ডেল তৈরি হল এক বিশেষ দাবিকে সামনে রেখে। না কোনও রাজনৈতিক বা সামাজিক দাবি নয়, এই দাবি একেবারেই শহুরে, কলকাতাকে ভালবাসার প্রতীক।  রবীন্দ্রনাথ ঠাকুরের শহর, কলকাতার পরিচিতি সিটি অফ জয়  নামে। কিন্তু আয়োজকরা চান কলকাতা  পরিচিত হোক সাহিত্যের শহর হিসেবে। তাই এবার রাজা রামমোহন সরণির চালতা বাগানের পুজোর থিম বিশ্বকবি। 76 বছরে  পা দেওয়া চালতাবাগানের থিমের পোশাকি নাম কবিগুরুর শান্তিনিড়। উদ্দেশ একটাই ইউনেস্কোর থেকে স্বীকৃতি আদায় করে  নেওয়া।

  • মায়েদের হাতেই পূজিত হচ্ছেন জগজ্জননী মা দুর্গা
    Monday October 15, 2018 , কলকাতা

    সাদার্ন নুকের দুর্গাপুজোর এ বার ১০ বছরে পা। তবে এই আবাসনের পুজোয় এ বার রয়েছে নতুন স্পেশ্যালিটি। এ বার মায়েদের হাতেই জগজ্জননীর পুজোর ভার ন‌্যস্ত।

বিদেশের পুজো

আরও দেখুন