কলকাতায় একটি পুজো মণ্ডপ পরিদর্শন করেছিলেন জুহি, সেই ঝলমলে আনন্দ তাই সকলের সঙ্গেই ছবির মাধ্যমে ভাগ করে নিয়েছেন তিনি।
Durga Puja 2018: প্রবেশপথের মুখেই দুর্গার একটা সুবিশাল মুখ। যা তৈরি হয়েছে লোহার বারো হাজার স্ক্রু দিয়ে। এই শিল্পকর্মটি স্পর্শ করলে, সেটি কীরকম, তার খানিকটা আন্দাজ পাবে দৃষ্টিহীনরা।
ডিজাইনারদের মতে, সাবেকিয়ানা ও আরামদায়ক যদি এক হয়ে যায় তাহলে ব্যবহারকারীদের কাছে তা হয়ে ওঠে সুখময় ৷ তাই লিনেনের ব্যবহার ক্রমশ ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে ৷
আসলে শুধু পুজো নয় আবাসনের পুজো মানে জীবনের পথে সকলকে নিয়ে এক সঙ্গে এগিয়ে চলার শিক্ষাও দিচ্ছে সুগম পার্কের পুজো।
Durga Puja 2018: কাল বয়ে বয়ে যায়। তার মধ্যে দিয়েই নিজের মতো করে টিকে থাকে মানুষ। নিজেদের লড়াইগুলো নিয়ে, নিজেদের আবেগগুলো নিয়ে, নিজেদের জেতা এবং হারাগুলো নিয়ে।
উত্তর কলকাতার নস্টালজিয়ার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে বারান্দা। প্রথম প্রেম থেকে, হাঁক পেড়ে ফেরিওয়ালাকে ডাক— সব কিছুরই স্মৃতি এই বারান্দাই।
এরই মধ্যে জমেছে দুশ্চিন্তার মেঘ। আবহাওয়া দপ্তর জানিয়েছে কাল পর্যন্ত চলবে বৃষ্টি। তারপর মেঘ কাটতে শুরু করবে। এখনও পর্যন্ত পরিস্থিতি যা তাতে পুজোর কটা দিন আবহাওয়া মোটের উপর ভালী থাকতে চলেছে।
জীবনের অনেক গুলো বছর অতিবাহিত হয়ে গেলো। আজ শহরের উপচে পড়া ভিড়, ঝলমলে রোশনাই আলো, ডকিন্তু মন আজ চায় সেই ঢাকের আওয়াজ। বলিদানের পর খাঁড়া ধোয়া জল। খালি পায়ে প্রতিমা বিসর্জন।
এক উদ্যোক্তা জানালেন, পুজো মানে সামাজিক অর্থনৈতিক ভেদাভেদ ভুলে সকলে এক সঙ্গে সম্প্রীতির বার্ত দেওয়া। সেই বার্তাই দিচ্ছে শ্যামবাজারের এই পুজো।
Durga Pujo 2018: 23 বছর পর দুর্গা পুজোয় মুক্তি পেল আশা ভোঁসলের নতুন গানের অ্যালবাম।
বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও পুজোয় শোলার ব্যবহার দেখা যায়। কিন্তু শিল্পীরা সাধারণত প্রচারের আলোর বিপরীতেই রয়ে যান।
পুজোর মাধ্যমে দেবী দুর্গাকে বার্তা দেওয়া হচ্ছে মা যাতে এসে কালো অশুভ হাতের বিনাশ করেন। আর মায়ের সেই বিনাশ মূর্তির মধ্যে দিয়েই জেগে উঠুক নতুন প্রাণ।
পুজো প্যান্ডেল তৈরি হল এক বিশেষ দাবিকে সামনে রেখে। না কোনও রাজনৈতিক বা সামাজিক দাবি নয়, এই দাবি একেবারেই শহুরে, কলকাতাকে ভালবাসার প্রতীক। রবীন্দ্রনাথ ঠাকুরের শহর, কলকাতার পরিচিতি সিটি অফ জয় নামে। কিন্তু আয়োজকরা চান কলকাতা পরিচিত হোক সাহিত্যের শহর হিসেবে। তাই এবার রাজা রামমোহন সরণির চালতা বাগানের পুজোর থিম বিশ্বকবি। 76 বছরে পা দেওয়া চালতাবাগানের থিমের পোশাকি নাম কবিগুরুর শান্তিনিড়। উদ্দেশ একটাই ইউনেস্কোর থেকে স্বীকৃতি আদায় করে নেওয়া।
সাদার্ন নুকের দুর্গাপুজোর এ বার ১০ বছরে পা। তবে এই আবাসনের পুজোয় এ বার রয়েছে নতুন স্পেশ্যালিটি। এ বার মায়েদের হাতেই জগজ্জননীর পুজোর ভার ন্যস্ত।
সূদূর জার্মানির বার্লিন শহরে বসেও দুর্গাপুজোর উৎসবে মাতোয়ারা একদল ভারতীয়। পুজোর আয়োজন থেকে উপকরণ কোথাও নেই এতটুকু কার্পণ্য।
পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি অফ রাশিয়া ইন্টার ক্লাবে এবছর ধুমধাম করে আয়োজিত হচ্ছে মস্কোর দুর্গাপুজো। 15 অক্টোবর থেকেই শুরু হয়ে যাচ্ছে উদযাপন। 19 অক্টোবর পর্যন্ত চলবে নানা অনুষ্ঠান।
বর্ধমানের সুমিত কোঙার। আপাতত এডিনবরা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিষয়ে পোস্ট ডক করছেন। বছর দুয়েক হল বিলেতে আছেন। সেখানে গিয়েই বুঝেছেন নতুন জায়গায় গিয়ে পুজোর ব্যাপারে খোঁজ খবর পেতে বেশ বেগ পেতে হয়। বিলেতের এদিক ওদিকে থাকা ভারতীয় তথা বাঙালিরা জানতেই পারেন না, ঠিক কোথায় হচ্ছে পুজো। সেই সমস্যা থেকেই মুক্তি দিতেই উদ্যোগ নিলেন সুমিত।