বর্ধমানের সুমিত কোঙার। আপাতত এডিনবরা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিষয়ে পোস্ট ডক করছেন। বছর দুয়েক হল বিলেতে আছেন। সেখানে গিয়েই বুঝেছেন নতুন জায়গায় গিয়ে পুজোর ব্যাপারে খোঁজ খবর পেতে বেশ বেগ পেতে হয়। বিলেতের এদিক ওদিকে থাকা ভারতীয় তথা বাঙালিরা জানতেই পারেন না, ঠিক কোথায় হচ্ছে পুজো। সেই সমস্যা থেকেই মুক্তি দিতেই উদ্যোগ নিলেন সুমিত।
এই দেশের প্রতি সাঁওতাল সম্প্রদায়ের মানুষদের ভূমিকা নিয়ে একটি কবিতা লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরের একটি পুজোর প্যান্ডেলে কাঠের উপর খোদাই করে লেখা হবে। আবার অন্যদিকে, নিউ আলিপুরের একটি পুজোর থিম গান লিখেছেন মুখ্যমন্ত্রী।
ছোটবেলার পুজোর প্রেমের একটা আলাদা রেশ আমাদের মনে থেকে যায় চিরকাল। গানে গানে তেমনই ছোটবেলার হারিয়ে যাওয়া পুজোর প্রেম সুরঞ্জনা এখন কেমন আছে তার খোঁজ করতে এলেন রূপঙ্কর বাগচী।
Durga Puja 2018: স্বচ্ছ ভারত অভিযানের হাত ধরে ভারতকে আবর্জনা মুক্ত করে তুলতে বিভিন্ন মানুষ কলকাতা সহ ভারতের বিভিন্ন অঞ্চলে বর্জ্য পদার্থ ব্যবস্থাপনা প্রশিক্ষণ শিবির শুরু করেছে। এক মাসব্যাপী এই উদ্যোগে কলকাতায় দুর্গা পুজোর আগে শহরকে আবর্জনা মুক্ত করে তোলার চিন্তাভাবনা করা হচ্ছে।
Durga puja 2018: মহালয়া (Mahalaya) অর্থাৎ 8 অক্টোবর 2018 থেকেই পাওয়া যাবে নতুন এই খাবারগুলি। দুই জনের জন্য খরচ হবে 1200 টাকা (এবং GST)
দুর্গা পুজো (Durga Puja 2018) এলেই যাঁদের ছেলেবেলার আনন্দমেলা, কাশফুল, শরতের আকাশে মেঘের সারি, পুজোর প্রেম, পুজোর গানের অ্যালবাম আর ঘরে ফেরার গানের স্মৃতি মনে ভেসে আসে, এইবার তাঁদের পুজো হোক একটু অন্যরকম! জেনে নিন কীভাবে
সূত্রের খবর, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পরিক্রমার ব্যবস্থা করবে এসবিএসটিসি। সিটি সেন্টারের কাছ থেকে সন্ধ্যা ছ’টায় ছাড়বে নন-এসি বাস। চার ঘণ্টা ধরে বিভিন্ন পুজো (Durga Puja) ঘুরিয়ে দেখানো হবে।
পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে মমতা জানান, মন্ত্রী অরূপ বিশ্বাস তাঁকে থিম সং লেখার অনুরোধ করেন। সেই অনুরোধ গ্রহণ করেই কলম ধরেন মমতা।
প্রকারান্তরে বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলে 'সামনের উৎসবের মরশুমে' সোশ্যাল মিডিয়াতে সাম্প্রদায়িক সম্প্রীতি ব্যাহত করার চক্রান্তের চেষ্টা Mamata cautions against communal posts in social media) হতে পারে বলে সতর্ক করলেন মমতা।
Durga Puja 2018 কলকাতার তিন হাজার দুর্গা পুজা কমিটি এবং রাজ্য ব্যাপী 25 হাজার পুজো কমিটিকে দশ হাজার টাকা করে দেওয়া হবে।
বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও পুজোয় শোলার ব্যবহার দেখা যায়। কিন্তু শিল্পীরা সাধারণত প্রচারের আলোর বিপরীতেই রয়ে যান।
পুজোর মাধ্যমে দেবী দুর্গাকে বার্তা দেওয়া হচ্ছে মা যাতে এসে কালো অশুভ হাতের বিনাশ করেন। আর মায়ের সেই বিনাশ মূর্তির মধ্যে দিয়েই জেগে উঠুক নতুন প্রাণ।
পুজো প্যান্ডেল তৈরি হল এক বিশেষ দাবিকে সামনে রেখে। না কোনও রাজনৈতিক বা সামাজিক দাবি নয়, এই দাবি একেবারেই শহুরে, কলকাতাকে ভালবাসার প্রতীক। রবীন্দ্রনাথ ঠাকুরের শহর, কলকাতার পরিচিতি সিটি অফ জয় নামে। কিন্তু আয়োজকরা চান কলকাতা পরিচিত হোক সাহিত্যের শহর হিসেবে। তাই এবার রাজা রামমোহন সরণির চালতা বাগানের পুজোর থিম বিশ্বকবি। 76 বছরে পা দেওয়া চালতাবাগানের থিমের পোশাকি নাম কবিগুরুর শান্তিনিড়। উদ্দেশ একটাই ইউনেস্কোর থেকে স্বীকৃতি আদায় করে নেওয়া।
সাদার্ন নুকের দুর্গাপুজোর এ বার ১০ বছরে পা। তবে এই আবাসনের পুজোয় এ বার রয়েছে নতুন স্পেশ্যালিটি। এ বার মায়েদের হাতেই জগজ্জননীর পুজোর ভার ন্যস্ত।
সূদূর জার্মানির বার্লিন শহরে বসেও দুর্গাপুজোর উৎসবে মাতোয়ারা একদল ভারতীয়। পুজোর আয়োজন থেকে উপকরণ কোথাও নেই এতটুকু কার্পণ্য।
পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি অফ রাশিয়া ইন্টার ক্লাবে এবছর ধুমধাম করে আয়োজিত হচ্ছে মস্কোর দুর্গাপুজো। 15 অক্টোবর থেকেই শুরু হয়ে যাচ্ছে উদযাপন। 19 অক্টোবর পর্যন্ত চলবে নানা অনুষ্ঠান।
বর্ধমানের সুমিত কোঙার। আপাতত এডিনবরা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিষয়ে পোস্ট ডক করছেন। বছর দুয়েক হল বিলেতে আছেন। সেখানে গিয়েই বুঝেছেন নতুন জায়গায় গিয়ে পুজোর ব্যাপারে খোঁজ খবর পেতে বেশ বেগ পেতে হয়। বিলেতের এদিক ওদিকে থাকা ভারতীয় তথা বাঙালিরা জানতেই পারেন না, ঠিক কোথায় হচ্ছে পুজো। সেই সমস্যা থেকেই মুক্তি দিতেই উদ্যোগ নিলেন সুমিত।