ফুটপাথের পুজোয় পূজিত হবেন ছোটদেরই তৈরি প্রতিমা। তাঁৱ বাহুল্য নেই কিন্তু রয়েছে আন্তরিকতা।
অপরূপা কালেকশনের দাম 20 হাজার টাকা থেকে শুরু যা এই মুহূর্তে পশ্চিমবঙ্গ, রাঁচি, বিহার ও ঝাড়খণ্ডে প্রতিটি তানিষ্কের শোরুমে পাওয়া গেলেও পরবর্তীকালে দেশের অন্যান্য অঞ্চলেও পাওয়া যাবে বলে জানানো হয়েছে।
ভাদ্র মাসের কৃষ্ণপ্রতিপদ তিথিতে কর্ণ আবার মর্ত্যে ফিরে এসে এক পক্ষ কাল থেকে পিতৃপুরুষকে তিল-জল দান করে পাপস্খলন করেন। আশ্বিনের অমাবস্যা তিথিতে শেষ জলদান করে কর্ণ স্বর্গে ফিরে যান। এই বিশেষ পক্ষকাল সময়কে শাস্ত্রে পিতৃপক্ষ বলা হয়েছে। পিতৃপক্ষের শেষ দিন হল মহালয়া।
আসলে বিদেশে পুজো সব সময় নির্ঘণ্ট মেনে হয় না। হয় ছুটির দিন দেখে। তবে কলকাতার সঙ্গে তাল রেখে হয় এমন পুজোর খোঁজ যে মিলবে না তা নয়। কিন্তু বেশির ভাগ পুজোই হবে শনি ও রবিবার দেখে। তাই পুজো হবে দশদিন ধরে। বিলেতে পুজোর এরকমই নানা খোঁজ দিতে ওয়েবসাইট তৈরি হয়েছিল আগেই। এবার তা আরও এক ধাপ এগিয়ে গেল। তৈরি হল ভিডিয়ো। এই ভিডিয়োটির মধ্যেই রয়েছে সব তত্ব। এখান থেকেই বিলেতের এদিক ওদিকে থাকা ভারতীয় তথা বাঙালিরা জানতে পারবেন বিলেতের কোন শহরে হচ্ছে পুজো।
পুজো মানেই জমাটি আড্ডা ৷ পোশাকের ফ্যাশন ৷ তাই একদিকে চলে ক্যালেন্ডারের পাতায় চোখ রাখা ৷ অন্যদিকে সাজগোজের পশরা নিয়ে পুজোর ফ্যাশন ভাবনা ৷ এনিয়ে কথা বলতে গিয়ে ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল বললেন - এবারের পুজোয় বাজিমাত করবে হ্যান্ডলুম পোশাক ৷
দেবীর গমনাগমন যদি রবিবার বা সোমবার হয় তাহলে তাঁর যানবাহন হয় গজ ৷ আবার দেবীর গমনাগম শনিবার বা মঙ্গলবার হলে তিনি চড়েন ঘোটকে ৷ কিন্তু, বৄহস্পতিবার বা শুক্রবার যদি দেবীর গমনাগমন হয় তাহলে তিনি দোলায় যাতায়াত করেন ৷ আর বুধবার হলে তাঁর যাতায়াতের যানবাহন হয় নৌকা ৷
NDTV বাংলার প্রতিনিধির সঙ্গে মহালয়ার ঠিক আগেই ঘুরে দেখুন ভবানীপুর 75 পল্লীর দুর্গা পুজো মণ্ডপ।
জনপ্রিয় প্রতিমা শিল্পী চায়না পাল, সম্প্রতি চিন পাড়ি দিয়েছিলেন। চিনের জাদুঘরে তাঁর সৃষ্ট দু’টি মূর্তি স্থান করে নিয়েছে। রয়েছেন শিল্পী মালা পাল। ছোট আকারের মূর্তি গড়ার জন্য বেশ জনপ্রিয় তিনি।
ক্লাব গুলিকে পুজো করার জন্য দশ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা।
স্টার জলসার তারকাদের থেকে নিন পুজোর সাজের টিপস!
বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও পুজোয় শোলার ব্যবহার দেখা যায়। কিন্তু শিল্পীরা সাধারণত প্রচারের আলোর বিপরীতেই রয়ে যান।
পুজোর মাধ্যমে দেবী দুর্গাকে বার্তা দেওয়া হচ্ছে মা যাতে এসে কালো অশুভ হাতের বিনাশ করেন। আর মায়ের সেই বিনাশ মূর্তির মধ্যে দিয়েই জেগে উঠুক নতুন প্রাণ।
পুজো প্যান্ডেল তৈরি হল এক বিশেষ দাবিকে সামনে রেখে। না কোনও রাজনৈতিক বা সামাজিক দাবি নয়, এই দাবি একেবারেই শহুরে, কলকাতাকে ভালবাসার প্রতীক। রবীন্দ্রনাথ ঠাকুরের শহর, কলকাতার পরিচিতি সিটি অফ জয় নামে। কিন্তু আয়োজকরা চান কলকাতা পরিচিত হোক সাহিত্যের শহর হিসেবে। তাই এবার রাজা রামমোহন সরণির চালতা বাগানের পুজোর থিম বিশ্বকবি। 76 বছরে পা দেওয়া চালতাবাগানের থিমের পোশাকি নাম কবিগুরুর শান্তিনিড়। উদ্দেশ একটাই ইউনেস্কোর থেকে স্বীকৃতি আদায় করে নেওয়া।
সাদার্ন নুকের দুর্গাপুজোর এ বার ১০ বছরে পা। তবে এই আবাসনের পুজোয় এ বার রয়েছে নতুন স্পেশ্যালিটি। এ বার মায়েদের হাতেই জগজ্জননীর পুজোর ভার ন্যস্ত।
সূদূর জার্মানির বার্লিন শহরে বসেও দুর্গাপুজোর উৎসবে মাতোয়ারা একদল ভারতীয়। পুজোর আয়োজন থেকে উপকরণ কোথাও নেই এতটুকু কার্পণ্য।
পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি অফ রাশিয়া ইন্টার ক্লাবে এবছর ধুমধাম করে আয়োজিত হচ্ছে মস্কোর দুর্গাপুজো। 15 অক্টোবর থেকেই শুরু হয়ে যাচ্ছে উদযাপন। 19 অক্টোবর পর্যন্ত চলবে নানা অনুষ্ঠান।
বর্ধমানের সুমিত কোঙার। আপাতত এডিনবরা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিষয়ে পোস্ট ডক করছেন। বছর দুয়েক হল বিলেতে আছেন। সেখানে গিয়েই বুঝেছেন নতুন জায়গায় গিয়ে পুজোর ব্যাপারে খোঁজ খবর পেতে বেশ বেগ পেতে হয়। বিলেতের এদিক ওদিকে থাকা ভারতীয় তথা বাঙালিরা জানতেই পারেন না, ঠিক কোথায় হচ্ছে পুজো। সেই সমস্যা থেকেই মুক্তি দিতেই উদ্যোগ নিলেন সুমিত।